কিভাবে ব্লগার ব্লগের টেম্পলেট/থিম পরিবর্তন করবেন
যেভাবে ব্লগারে টেম্পলেট/থিম পরিবর্তন করবেন।
প্রথমেই আপনাকে গুগল গিয়ে "free blogger Templates"লিখে সার্চ করে আপনার পছন্দ অনুযায়ী একটি টেম্পলেট/থিম ডাওনলোড
করতে হবে।ডাওনলোড করা ফাইলটি প্রথমে zip আকারে থাকবে আপনাকে ফাইলটি unzip
করতে হবে।আনজিপ করলে টেম্পলেট এর নাম দিয়ে একটি ফোল্ডারে আপনার xml আকারের টেম্পলেট/থিম থাকবে।আর এই ফাইলটি আপনাকে ব্লগারে আপলোড করে দিতে হবে।
- ব্লাগার টেম্পলেট/থিম পরিবর্তন করতে প্রথমে আপনার পছন্দের ব্রাউজারে গিয়ে জিমেইলে লগইন করুন।
- তারপর আপনার ব্রাউজারের এড্রেসবারে www.blogger.com লিখে এন্টার বাটনে প্রেস করুন।
- তারপর বাম দিকের মেনু থেকে "Theme"লেখায় ক্লিক করুন।
- ডানদিকের "backup/restore" লেখায় প্রেস করুন।
- এবার আপনি "Choose file" লেখায়
ক্লিক করে সেই ফোল্ডার থেকে আপনার টেম্পলেট টি সিলেক্ট করে দিন।তাছাড়া আপনি
যদি আপনার আগের টেম্পলেট টি ফোনে রেখে দিতে চান তাহলে "Download Template"লেখায় ক্লিক করে ডাওনলোড করুন।
- সবশেষে "upload" লেখায় ক্লিক করে আপলোড করে দিন।
আশা করি বুজতে পেরেছেন।ব্লগার সমর্ন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে
জানাতে পারেন।আমরা শীগ্রই আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো।আপনার
বন্ধুদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।
No comments