দেখে নিন কিভাবে Windows 8.1 পিসি’র গতি বাড়াবেন
আসসালামু আলাইকুম।
কেমন আছেন?
আশা করিভাল আছেন। :D
Windows 8 টাচ ভিত্তিক ডিভাইসের ওএস এর স্থান দখল করতে মাইক্রোসফট এর সুপরিকল্পিত আক্রমণ। এর মডার্ন ইন্টারফেস বা মেট্রো ইউআই অনেকেরই পছন্দের। তবে উইন্ডোজ ৮.* মাইক্রোসফট এর আগের যে কোন ভার্সন এর চেয়ে অনেক দ্রুত গতির। তবে malware এবং অন্যান্য দুর্বলতার হাত থেকে সিস্টেমকে প্রটেক্ট করতে এর রয়েছে নিজস্ব এন্টিভাইরাস WINDOWS DEFENDER, যা স্বভাবতই উইন্ডোজ ৭ এর built in antivirus হতে অনেক কার্যকরী ।কিন্তু এই বিল্ট ইন এন্টিভাইরাস এবং অনেক আকর্ষণীও Appearance ধিরে ধিরে পিসি'র গতি কমাতে শুরু করে। তবে কিছু নিয়ম মেনে চললে এই গতি অপরিবর্তিত রাখা যায়। সেকরম কিছু ট্রিক শেয়ার করতে চেষ্টা করব আজকে।
Keyboard এর উইন্ডোজ লোগো কী + S চাপুন। স্ক্রিন এর ডান পাশে সারচ বক্স আসলে লিখুন defender.ব্যাস Windows defender হাজির! ক্লিক করুন।
Advanced tab এ যান। এবার settings এ ক্লিক করুন। অপ্রয়োজনীয় আইটেম বিশেষত enable peek,fade or slide menus into view,fade or slide tooltips into view,save taskbar thumbnails,slide open combo boxes প্রভৃতি আনচেক করুন। Apply করে ok করুন।
কী বোর্ড এর + S চেপে সারচ বক্সে লিখুন update. তারপর ক্লিক করুন Windows update settings। তারপর সেখান থেকে অটো আপডেট বন্ধ করে দিন।
কেমন আছেন?
আশা করিভাল আছেন। :D
Windows 8 টাচ ভিত্তিক ডিভাইসের ওএস এর স্থান দখল করতে মাইক্রোসফট এর সুপরিকল্পিত আক্রমণ। এর মডার্ন ইন্টারফেস বা মেট্রো ইউআই অনেকেরই পছন্দের। তবে উইন্ডোজ ৮.* মাইক্রোসফট এর আগের যে কোন ভার্সন এর চেয়ে অনেক দ্রুত গতির। তবে malware এবং অন্যান্য দুর্বলতার হাত থেকে সিস্টেমকে প্রটেক্ট করতে এর রয়েছে নিজস্ব এন্টিভাইরাস WINDOWS DEFENDER, যা স্বভাবতই উইন্ডোজ ৭ এর built in antivirus হতে অনেক কার্যকরী ।কিন্তু এই বিল্ট ইন এন্টিভাইরাস এবং অনেক আকর্ষণীও Appearance ধিরে ধিরে পিসি'র গতি কমাতে শুরু করে। তবে কিছু নিয়ম মেনে চললে এই গতি অপরিবর্তিত রাখা যায়। সেকরম কিছু ট্রিক শেয়ার করতে চেষ্টা করব আজকে।
- উইন্ডোজ ৮.১ বা ৮ এর বিল্ট ইন এন্টিভাইরাস নিঃসন্দেহে অনেক কার্যকরী। তবে যেকোনো malware কিল করতে অন্যান্য এন্টিভাইরাস (নির্দিষ্ট কিছু)অপেক্ষা বেশি সময় নেয়। পাশাপাশি বাড়তি সিস্টেম রিসোর্স ব্যবহার করে। এক্ষেত্রে Eset,AVG,Malwarebytes antimalware ইত্যাদি লাইট ওয়েইট এন্টিভাইরাস। বিশেষত কম সিস্টেম রিসোর্স ব্যবহার অধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য Eset nod32/ Eset smart security বেশ পরিচিত। এই লিঙ্ক থেকে Eset nod32 ডাউনলোড করা যাবে। কী এর জন্য tnod activator ডাউনলোড করুন এখান থেকে।
Keyboard এর উইন্ডোজ লোগো কী + S চাপুন। স্ক্রিন এর ডান পাশে সারচ বক্স আসলে লিখুন defender.ব্যাস Windows defender হাজির! ক্লিক করুন।
এবার বাম পাশের Administrator এ ক্লিক করে Use this program এর টিক চিহ্ন তুলে দিন। Save এ ক্লিক করুন। এবার বন্ধ হলে অন্য লাইট ওয়েইট এন্টিভাইরাস ইন্সটল করুন।
- আগেই বলেছি উইন্ডোজ এইট এর সুন্দর Appearance পিসি'র গতি স্লো করে দেয়। তাই এই Appearence customize করলে ভাল গতি পাওয়া সম্ভব।
Advanced tab এ যান। এবার settings এ ক্লিক করুন। অপ্রয়োজনীয় আইটেম বিশেষত enable peek,fade or slide menus into view,fade or slide tooltips into view,save taskbar thumbnails,slide open combo boxes প্রভৃতি আনচেক করুন। Apply করে ok করুন।
- এবার পিসি' র স্টার্টআপ আইটেম কমিয়ে দিন। টাস্ক ম্যানেজার ওপেন করে (CTRL+ALT+DEL-->Task manager) startup থেকে এন্টিভাইরাস বাদে অপ্রয়োজনীয় প্রোগ্রাম Disable করে দিন।
- পিসি ডেফ্রাগ করলে পিসি'র গতি অনেকটা বৃদ্ধি পায়। এক্ষেত্রে উইন্ডোজ এর বিল্ট ইন Defragment Tool (Hard disk-->right click-->Properties-->>Tools-->>Optimize) এর চেয়ে IObit er Smart defrag অনেক ভাল কাজ করে। এই সফটটি নিয়ে আমার টিইন টি দেখতে পারেনঃ এখানে
- Windows 8 বা ৮.১ এ আপনি যখন কোন অ্যাপ বন্ধ করেন, তা আসলে বন্ধ হয় না। র্যাম খরচ করে। টাস্ক ম্যানেজার থেকে এগুল সিলেক্ট করে বন্ধ করে দিন।
- উইন্ডোজ এইট এ ইন্টারনেট এর গতি নিয়ে দুশ্চিন্তায় পড়েন নি, এমন মানুষ কমই পাওয়া যাবে। উইন্ডোজ এর অটো আপডেট বন্ধ করে, উইন্ডোজ এর প্রিযারভ করা bandwidth ব্যবহার করে গতি বাড়ান যায়।
কী বোর্ড এর + S চেপে সারচ বক্সে লিখুন update. তারপর ক্লিক করুন Windows update settings। তারপর সেখান থেকে অটো আপডেট বন্ধ করে দিন।
No comments