Header Ads

ডিজাইন(Design) - ব্লগার ডিজাইন কি কেন এবং কিভাবে করবেন... ?

আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আবারও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোস্টটি ব্লগার ডিজাইন নিয়ে। আগেই বলে রাখি এগুল আমার জ্ঞান থেকে লিখছি ভুল হলে ধরিয়ে দিয়ে সাহায্য করবেন আর পোস্টটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। 




 ব্লগের ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ব্লগের ডিজাইন যদি আকর্ষনীয় না হয় তাহলে ভিসিটর আপনার সাইট এ বেশি ভিসিট করবেনা আপনি ভিসিটর হারাতে পারেন। যদি আপনার ব্লগে বেশি তথ্য থাকে আর ডিজাইন ভালো না হয় আর অন্য ব্লগে কম তথ্য থাকে আর ডিজাইন আকর্ষনীয় থাকে তাহলে ওই ব্লগ আপনার থেকে বেশি ভিসিটর পাবে।ব্লগস্পটে ব্লগ ডিজাইন খুবই সহজ বলতে গেলে ব্লগস্পটের ডিফল্ট টেমপ্লেট কাস্টমাইজ করা নতুনরা অল্পতেই শিখতে পারবেন। কিন্তু এক্সটারনাল টেমপ্লেট ব্যবহার করতে চাইলে আপনাকে এইচটিএমএল, সিএসএস এবং অন্যান্য কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে কাস্টমাইজ করার জন্য। ব্লগ ডিজাইন করতে আদর্শ হিসেবে বিভিন্ন ব্লগ সাইটের ডিজাইন অনুসরণ করতে পারেন। আপনি "ব্লগে নতুন" এই শব্দটা মনে কখনই প্রশ্রয় দিবেন না অন্তত ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইন করতে নিজেকে সবসময় মনে মনে প্রফেশনাল মনে করুন। খুবই সাদামাটার মাঝেও আকর্ষণীয় ব্লগ ডিজাইন করা সম্ভব। প্রফেশনাল ডিজাইনাররা মূলত এটাই করে থাকে। ব্লগ ভিজিটর কোন ধরণের ডিজাইন পছন্দ করে সেটি ভাবুন অথবা নিজে নিজেই ব্লগের ভিজিটর হোন এবং ঠিক করুন ব্লগটি কেমন ডিজাইনের হওয়া উচিত। এভাবেই সাদামাটা একটি আকর্ষণীয় ব্লগ ডিজাইন করে ফেলুন। 



কিভাবে এক্সটারনাল টেমপ্লেট ডাউনলোড করবেন ?

ব্লগার এর জন্য কিছু আকর্ষনীয় টেম্পলেট ফ্রী ডাউনলোড করে নিন নিচের সাইট গুলু থেকে। 



কিভাবে এক্সটারনাল টেমপ্লেট ইনস্টল করবেন ?

> প্রথমে ব্লগের Dashboard এ যান। 
> তারপর Template এ যান। 
> এবার Restore/Backup এ ক্লিক করুন নিচের মতো আসবে ডাউনলোড করা টেম্পলেট choose করে upload করুন। 


Install a Template on Your Blogger Blog Step 5 Version 2.jpg
> আপলোড হয়ে গেলে নিজের মতো customize করুন। কোনো সমস্যা হলে কমেন্ট এ জানাবেন। 
একটি ব্লগকে ডিজাইন করতে যা প্রয়োজন তার প্রায় সব আপনি এই টেম্পলেট গুলু থেকে পাবেন। 
ব্লগার ডিজাইন সম্পর্কে পরে আরো বিস্তারিত আলোচনা করা হবে। ....
তথ্যসুত্রঃ ওয়েব (বিভিন্ন ব্লগ সাইট) এবং নিজের অভিজ্ঞতা। ...



আজ এই পর্যন্তই। খুব শীগ্রই নতুন আর একটি পোস্ট নিয়ে হাজির হবো। ভাল থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ...

No comments

credit by shakil hossain. Powered by Blogger.