Header Ads

নোটপ্যাড দিয়ে লক করুন আপনার পিসি

১. নোট প্যাড ওপেন করুন।
২. নিম্নলিখিত লাইন কপি করুন।
set WshShell = WScript.CreateObject("WScript.Shell")
set oShellLink = WshShell.CreateShortcut(wshShell.SpecialFolders("Desktop") & "\LockWorkstation.lnk")
oShellLink.TargetPath = "%windir%\system32\rundll32.exe"
oShellLink.Arguments = "user32.dll,LockWorkStation"
oShellLink.Save
যে কোন নামের পর.VBS লিখে সেভ করুন।এটা একটা শর্টকাট তৈরি হল এবার এটাতে ক্লিক করুন।
এবার আপনি যে ফোল্ডার লক করবেন (যেমন - আমি যে ফোল্ডার লক করবো তাহলো D:\movies\ ) সেই ফোল্ডারে একটি text ফাইলে টাইপ করুন -
ren movies movies.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
loc.bat লিখে সেভ করুন।এবার আবারো একটি text ফাইলে টাইপ করুন -
ren movies.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} movies
key.bat লিখে সেভ করুন।
এখন D ড্রাইভে দেখবেন দুইটি ব্যাচ ফাইল loc এবং key এবার যখন আপনি loc ফাইলটিতে double ক্লিক করবেন তখন movie ফোল্ডারটি বদলে control panel হয়ে যাবে আর যখন আপনি key ফাইলটিতে double ক্লিক করবেন তখন control panel ফোল্ডারটি বদলে movie হয়ে যাবে।

No comments

credit by shakil hossain. Powered by Blogger.