আরো কিছু ফ্রি ডোমেইন
এর আগের টিউনে আমি
ফ্রি ডোমেইন রেজিষ্ট্রশনের তথ্য দিয়েছিলাম। এবার ঐরকম আরো কিছু ফ্রি
ডোমেইন নিয়ে আলোচনা করছি। আমি আবারো বলতে চাই যে এগুলো প্রকৃতপক্ষে
সাবডোমেইন। তবে এগুলো এত ছোট যে ডোমেইনের মত মনে হয়।
এবারের ফ্রি ডোমেইন গুলো হচ্ছে:
- 01. http://www.Your-Name.net.ms
- 02. http://www.Your-Name.us.ms
- 03. http://www.Your-Name.info.ms
- 04. http://www.Your-Name.shop.ms
- 05. http://www.Your-Name.au.ms
- 06. http://www.Your-Name.de.ms
- 07. http://www.Your-Name.fr.ms
- 08. http://www.Your-Name.br.ms
- 09. http://www.Your-Name.cn.ms
- 10. http://www.Your-Name.hk.ms
ডোমেইন গুলো ব্যবহারের সুবিধা হচ্ছেঃ
- 01. সম্পুর্ন ফ্রি
- 02. 99.99% আপটাইম গ্যারান্টি
- 03. কোন বিঙ্গাপন নেই
- 04. www সহ বা বাদ দিয়েও কাজ করবে
- 05. সার্চ ইন্জিন সাবমিশন করা যাবে
- 06. ফেভারিট আইকন যোগ করা যাবে
- 07. প্রতিদিনের ভিজিটরদের পরিসংখ্যান দেখতে পারবেন।
No comments