উইন্ডোজ অ্যাসিস্ট্যান্ট করটানা সম্পর্কে জেনে নিন
১/এর মাধ্যমে আপনি পাবেন একটি অসাধারন সার্চ ইঞ্জিন।যা পুর্বের যেকোন উইন্ডোজের থেকে অনেক সুবিধাজঙ্ক,সেই সাথে ভয়েস হেল্প।
২/এটি আপনার ভয়েজ কমান্ড শুনে ইন্টারনেট কিংবা নোটবুকে কাজ করতে সক্ষম।
৩/এর মাধ্যমে আপনি বিনোদনও করতে পারেন।
করটানার অসুবিধাগুলো হচ্ছে এটা ব্যবহার করতে হলে আপনার সর্বদাই ইন্টারনেট সচল রাখতে হয় ও বেশ কিছু বিষয় হালনাগাত থাকতে হয়।
এইবার আমি এর ব্যবহার এর নিয়ম বলে দিচ্ছি,আশা করি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেয়ে আপনাদের ভালো লাগবে।নিচে দেখুন-
১/ আপনি যদি চান তাহলে একে সম্পুর্ণ আপনার করতে পারেন,তখন শুধু আপনি হেই করটানা (hey cortana) বললেই এটি সচল হবে।
২/আপনি একে আজকের দিনের আবহাওয়া সম্পর্কে প্রশ্ন করলে এটি সরাসরি তার উত্তর দিতে সক্ষম।আপনি এটাও বলতে পারেন যে হেই করটানা ডু আই নিড আমব্রেলা টুডে।
৩/আপনি এটাকে যেকোনো গান প্লে করতে বললেও তা করতে এটি সক্ষ্ম,আবার অন্যদিকে প্লে-লিস্ট মেক করতেও এবিলিটি রাখে,তবে একটা কথা যেহেতু এটি ইংরেজি কন্ট্রোল সু,আপনার বাংলা গানের কমান্ড নাও ধরতে পারে।
৪/আপনি করটানাকে আপনার মাইক্রোসফট এজ ব্রাউসার ও নোটবুকে ইউস করতে পারেন,তবে তা খুবই স্লো ও বিরক্তিকর
৫/আপনি যেকোনো রিমান্ডাইর মুখে বলেই ঠিক করে নিতে পারেন এবং করটানা তা আপনাকে মনে করিয়ে দিবে,এই ফিচারটী অসাধারন।
৬/আরো একটি অসাধারন ফিচার হচ্ছে আপনি যদি বলেন হেই করটানা ওপেন ইন্টারনেট এক্সপ্লোরার/ফাইল এক্সপ্লোরার/মিউসিক প্লেয়ার সে আপনাকে তা খুলে দিবে,এই ক্ষেত্রে আপনার পিসিতে ইনস্টল করা যেকোনো এপই খুলতে সক্ষম।
৭/আপনি একে জোক্স,ফ্যাক্ট বা ইন্টারেস্টিং কিছু বলতে বললেও তা সে বলে শুনাবে,এই ক্ষেত্রে জাস্ট বলতে হবে হেই করটানা টেল মি এ জোক/ইন্টারেস্টিং ফ্যাক্ট।
আজ এই পর্যন্তই,দেখা হবে অন্য কোন দিন,আর কোন সমস্যা হলে ফেইসবুকে নক দিতে পারেন,
No comments