এবার ফেসবুক পেজ হ্যাক করে আপনি ও হয়ে যান হ্যাকার
আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দয়া করে এই পদ্ধতিটা অনুসরণ করে কারোর ক্ষতি করবেন না।
কাজটা পিসি দিয়ে করতে হবে। মোবাইল দিয়ে লিংক কাজ করবে না।১. যা করতে হবে তা হচ্ছে একটি লিঙ্ক দিতে হবে, লিঙ্কটি ফেইসবুক ওয়েবসাইটরই
২. যা যা দরকার তা হচ্ছে আপনি যে পেইজ হ্যাক করতে চান সেই পেইজের আইডি
৩. আপনার নিজের প্রোফাইল আইডি
৪. এই লিঙ্কটি হচ্ছে সেই লিঙ্কঃ লিংটা এডিট করতে হবে→
https://m.facebook.com/pages/edit/admins/342602542597873?update_status=1&admin_role=0&id=100005190426499&_rdr%20%20%5Dhttps://m.facebook.com/pages/edit/admins/342602542597873?update_status=1&admin_role=0&id=100005190426499&_rdr
“342602542597873” এই নাম্বারটির জায়গায় আপনি যে পেইজ হ্যাক করতে চান সেই পেইজের আইডিটি দিবেন।
এবং “100005190426499” এই নাম্বারটির জায়গায় আপনি আপনার আইডির লিঙ্ক দিবেন।
৫. এইবার লিঙ্কটি ভিকটিমের কাছে সেন্ড করুন তার ফেইসবুক আইডির ইনবক্সে।
৬. যদি পেইজ এডমিন সে লিঙ্কটিতে ক্লিক করে তাহলে আপনি সাথে সাথে ঐ পেইজের এডমিন হয়ে যাবেন।
৭. এরপরে যদি আপনি চান ব্ল্যাক হ্যাট হ্যাকারদের মতো :p সেই পেইজের অন্য এডমিনের আইডি পেইজ থেকে রিমুভ করে দিয়ে নিজেই সেই পেইজের এডমিন হয়ে যেতে পারেন।
৮. তার জন্যে যা করতে হবে পেইজ সেটিং এ যান পেইজ রোলস এ যান, এবং পেইজের অন্য এডমিন আইডিগুলো রিমুভ করে দিন।
এখন কিছু সমস্যা হচ্ছে যদি আপনার লিঙ্কটি পেইজের মেইন এডমিন ক্লিক না করে কোনো কনটেন্ট ক্রিয়েটর ক্লিক করে পেইজটির তাহলে কতটুকু কাজ করবে সে ব্যাপারে আমি সন্দিহান।
আপনারা নিশ্চয় জানেন একটি ফেইসবুক পেইজের অনেক ধরনের এডমিনশীপ আছে। যায়হোক আশা করি টিউনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে শিখে সতর্ক হয়ে যেতে পারে।
কোনো ধরনেপ্রশ্ন থাকলে টিউনমেন্টের মাধ্যমে জানান, সমাধান দেওয়ার চেষ্টা করবো।
No comments