Header Ads

Chatfuel দিয়ে খুব সহজে আপনার ফেসবুক পেজের জন্য Messenger Bot বানান.. [Best platform for beginners] [Part 2]

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
👉কালকের পোস্টে (১ম পর্বে) আমরা Messenger Bot Create করা এবং Welcome Message ও Default Naswer add করা শিখেছিলাম..আজ শেখাবো কিভাবে আপনারা ছোট ছোট উত্তরওয়ালা প্রশ্ন বা AI সেট করবেন Bot এ.. বড় উত্তরসহ প্রশ্ন Add করা আমি পরবর্তী কোন অংশে শেখাবো..
“AI” বলতে বোঝায় আপনার Bot এ যে প্রশ্নগুলো করা হবে তা অনুমান আরে সেট করে রাখা..এখানে প্রশ্ন ও উত্তর দিয়ে রাখলে কেউ যখন মেসেজে সেই প্রশ্নটা জিঙ্গেস করবে বা বলবে তখন এখানে আপনার set করে রাখা answer পাঠিয়ে দেবে..
প্রথম পর্ব দেখুন এখানে (freebasic)

তো চলুন শুরু করা যাক..

প্রথমে Chatfuel এর ড্যাশবোর্ডে যান কালকের দেওয়া লিংক থেকে..
নিচের ss এর মতো দেখতে পাবেন..এখান থেকে আপনি নতুন Bot Create করতে পারবেন..যেকোন Bot Rename, Delete এবং Copy/Duplicate করতে পারবেন..
আপনার Bot এর ওপর ক্লিক করবেন..

নিচের ss এর মতো আসবে..এখানে দেখুন Sequence, Block, Card(Text,Typing, quick reply, Image) ইত্যাদি রয়েছে.. এসব সম্পর্কে পরে আলোচনা করবো..
“Set Up AI” লেখায় ক্লিক করবেন..

“ADD AI RULE” লেখায় ক্লিক করবেন..

এখন আপনি প্রশ্ন লেখার জন্য ঘর দেখতে পাবেন..এই ঘরে আপনি প্রশ্ন লিখবেন..আপনি একই প্রশ্ন একটা ঘরে ২/৩ রকম করে লিখতে চাইলে একটা প্রশ্ন লেখার পর বক্সের ফাঁকা জায়গায় ক্লিক করে ২য় প্রশ্ন আবার ফাঁকা জায়গায় ক্লিক করে ৩য় প্রশ্ন এভাবে যতবার খুশী একটা প্রশ্ন বিভিন্নভাবে লিখখতে পারবেন..
একটা ঘরে প্রশ্ন লেখা হয়ে গেলে নতুন ঘর পেতে আবার “Add AI Rule” লেখায় ক্লিক করতে হবে…

এদের ডান পাশের ঘরে উত্তর লিখবেন..
যদি একই/একইরকম প্রশ্নের বিভিন্ন উত্তর সেট করতে চান.. মানে প্রত্যেকবার জিঙ্গেস করলে আলাদা আলাদা উত্তর দিতে চান তাহলে Random  লেখায় ক্লিক করে আরো উত্তর লেখার ঘর পাবেন উত্তর লিখবেন..

দেখুন আমি কিছু প্রশ্ন Add করেছি..আপনিও করবেন..দেখুন আমি ৩ নাম্বার প্রশ্নটার ৩টা উত্তর দিয়েছি..এখানে উপরে “ADD GROUP” এ ক্লুক করে “AI” এর জন্য নতুন গ্রুপ Add করতে পারবেন..মানে আপনি একটা গ্রুপে সব প্রশ্ন Add করতে গেলে অনেক বেশি হয়ে যাবে..কিন্তু আপনি ভাগ ভাগ করে প্রতিটা গ্রুপে AI Add করলে আপনার সুবিধা হবে..

দেখুন নতুন গ্রুপেও প্রশ্ন একইভাবে Add করতে হবে..

আপনারা এভাবে আপনাদের Bot এ অনেক প্রশ্ন-উত্তর Add করবেন ইচ্ছামতো…
শুধুমাত্র ছোট উত্তরওয়ালা প্রশ্নগুলোই এভাবে Add করবেন.. বড় উত্তরসহ কি করে প্রশ্ন Add করবেন তা আমি পরবর্তী পর্বগুলোতে দেখাবো..

চলুন দেখে নেওয়া যাক আমরা এতক্ষণ ধরে কি করলাম..


আমি পেজে যে AI গুলো সেট করেছিলাম পেজে সেগুলো লিখে মেসেজ দিয়ে দেখাচ্ছি..
দেখুন Hi লিখলে Hello বললো…

দেখুন “তোমার নাম কি?” জিঙ্গাসা করায় প্রতিবার ভিন্ন ভিন্ন উত্তর দিলো..কারণ এই প্রশ্নের উত্তর ৩টা সেট করেছিলাম..

 আজ এ পর্যন্তই..
খুব শীঘ্রই ৩য় পর্ব পাবেন
কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..

পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন.সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

No comments

credit by shakil hossain. Powered by Blogger.